একটা ছেলে একটা মেয়েকে অনেক ভালোবাতো ।মেয়েটাও ছেলেটাকে সমান ভালোবাসতো ।একদিন সেই ছেলেটা মেয়েটাকে চ্যালেন্জকরে বসলো ।খুব সহজ একটা চ্যালেন্জ,"তুমি যদি আমাকে সত্যিইভালোবাসো তাহলে তুমি আমারসাথে একটা সম্পূর্ণদিন কোনরকম যোগাযোগ করবে না ।যদি তুমি টানা ২৪ ঘন্টা যোগাযোগনা করে থাকতে পারো তাহলে আমি তোমাকে আজীবনভালোবাসবো ।" মেয়েটা রাজি হলো ।সে সারা দিন একবারও যোগাযোগকরলো না ছেলেটার সাথে ।কোন ফোন-কল বাকোন এস.এম.এস. - কিছুইকরলো না ।পরদিন মেয়েটা দৌড়ে গেল ছেলেটারবাসায় ।মেয়েটা জানতো নাযে ছেলেটার ক্যান্সার ছিলো আরতার আয়ু ছিলো মাত্র ২৪ ঘন্টা ।মেয়েটার চোখ দিয়ে অঝোর-ধারায়পানি পড়লো যখন সে দেখতে পেলো,ছেলেটা কফিনেরশুয়ে আছে আর তারপাশে একটা চিঠি ।সেখানে লেখা আছে,"You Did It Baby.Can You Do It Everyday? I Love You."জানিনা কেমন লেগেছে আপনার কাছে ,যদি ভালো লেগে থাকে তাহলে অনেক খুশি হবোসবাই কেঅনেক ধ্যনবাদ গল্পটা পরেছেন বলে ।